হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতায় সালমান
১৩ বছর পর কলকাতায় শুধু পা-ই রাখলেন না…নাচে, গানে তার ভক্তদের মাতালেন বলিউড সুপারস্টার সালমান খান। গত কয়েক মাস ধরে পাওয়া প্রাণনাশের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে খোশমেজাজে মঞ্চে পারফর্ম করলেন সালমান।ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহার মতো বলিউড নায়িকারা।নিজের হিট গান ‘ও ও জানে জানা’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুন্নি বদনাম হুয়ি’তে নেচে মঞ্চ মাত করেন তিনি। রোম্যান্টিক গানে পা মেলালেন সোনাক্ষী, জ্যাকলিন, পূজার সঙ্গেও।আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ মে) দুপুরে কলকাতায় পা রেখেই সোজা কালীঘাটে যান সালমান খান। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ভাইজান। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।এদিকে সুপারস্টারকে স্বাগত জানাতে হরিশ চ্যাটার্জি রোড যেন ভক্তদের ভিড়ে উপচে পড়ছিল। কোথাও সালমানের প্রমাণসাইজর কাটআউটে মালা পরিয়ে। অনেকে আবার মোবাইল ক্যামেরা তাক করে অপেক্ষায় ছিলেন, কখন তাদের নায়কের দেখা মিলবে। নায়কের ‘দর্শন’ পেতে কালীঘাটে হাজির হয়েছিলেন নেতাজিনগর সালমান খান ফ্যান ক্লাবের সদস্যরাও। উজ্জ্বয়ন চৌধুরী নামে ক্লাবের এক সদস্য বলেন, ‘সালমন খানকে ইস্টবেঙ্গল ক্লাবেও দেখবো। ওকে কালীঘাটেও দেখবো।’
Play online games that redefine fun! Lucky Cola
Play, conquer, and earn rewards—join the action now! Lucky Cola