হুমকি দিয়ে টিকাদানের গতি বাড়িয়েছে পাকিস্তান

Share Now..

পাকিস্তানে শুরুর দিকে টিকাগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও এখন দিনে ১০ লাখ মানুষ টিকা নিচ্ছে। গত মাসে দেশটির কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, টিকা ছাড়া কোনো কর্মীকে অফিস, স্কুল, রেস্টুরেন্ট, যানবাহন, শপিং মল ইত্যাদিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরই সেখানে টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে কিছু জায়গায় টিকাগ্রহণের সারি এক কিলোমিটারেরও বেশি লম্বা হয়েছে। লাইনে দাঁড়ানো ব্যাঙ্কার আবদুল রউফ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে করোনাকে ভয় না পেলেও বেতন বন্ধের ভয়ে টিকা নিতে এসেছেন।

টিকা নেয়ায় অনাগ্রহ পাকিস্তানিদের জন্য নতুন নয়। দেশটি ইতোমধ্যে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত অন্য টিকা, বিশেষত পোলিও নিয়ে ভুল তথ্যে জর্জরিত। ঠিকঠাক টিকাদানের মাধ্যমে অনেক দেশ পোলিও নির্মূল করতে পারলেও পাকিস্তানে আজও প্রকট গুরুতর এই রোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *