হেরে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা আল নাসরের
সৌদি প্রো লিগে শিরোপা জয়ের পথে ধাক্কা খেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। গতরাতে লিগে নিজেদের ২৪তম ম্যাচে আল নাসর ২-০ গোলে হেরেছে আল হিলালের কাছে। ম্যাচের প্রথম থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে আল নাসর ও আল হিলাল। তবে প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিলো আল হিলাল। আর প্রথমার্ধের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল হিলালকে এগিয়ে নেন ওডিওন ইগহালো। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় আল হিলাল।দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলের দেখা পায় আল হিলাল। এবারো পেনাল্টি থেকে গোল করেন করেন
ইগহালো। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। ম্যাচের ৫৭ মিনিটে হলুদ কার্ড দেখেনে রোনালদো।
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন সিআরসেভেন। এই হারে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো আল নাসর। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইতিহাদ।