১০০ বছরের বৃদ্ধের গতি দেখে মুগ্ধ শোয়েব
ক্রিকেটের পিচে বুলেটের গতিতে বল ছোটানোর কথা মনে আসলেই সাবার আগে ভেসে ওঠে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের নাম। সেই রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস এবার মুগ্ধ হয়েছেন এক বৃদ্ধ্বের বলের গতি দেখে।
২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল করে যে রেকর্ড গড়েছিলেন শোয়েব, তা আজও অক্ষত। পাকিস্তানের এই কিংবদন্তি পেসার নিজের টুইটার অ্যাকাউন্টে সোমবার (১০ এপ্রিল) একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধ সজোরে বোলিং করছেন, যেটি খুব কম সময়ের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
ভিডিওর ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘বাহ, ১০০ বছর বয়সে ১০০ মাইল গতিতে বোলিং! আমি তার সঙ্গে দেখা করতে চাই। তাকে খুঁজে পেতে কেউ সাহায্য করুন আমাকে।’
ভিডিওতে ওই বৃদ্ধকে দেখা যায় পায়জামা ও কুর্তা পরেই দারুণ বোলিং করছেন সেই বৃদ্ধ। বোলিং রানআপেও অনেকটা মিল আছে শোয়েবের সঙ্গে। শুধু শোয়েবই নয়, ওই বৃদ্ধর বোলিং দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।