১৫টি সুটকেস নিয়ে বার্সেলোনায় মেসি, বাড়ছে রহস্য

Share Now..


চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন এখনও ঝুলে থাকায় চলছে নানান গুঞ্জন। সেই গুঞ্জনেরই একটি তার বার্সেলোনায় ফেরা। এমন গুঞ্জনের মধ্যেই শনিবার (২১ এপ্রিল) সপরিবারে বার্সেলোনায় উড়াল দেন মেসি।ফ্রেঞ্চ লিগ ওয়ানে অঁজের বিপক্ষে জয়ের পরই ছুটি কাটাতে পরিবার নিয়ে বার্সেলোনায় যান এলএমটেন। আর এতেই ডানা মেলেছে নতুন গুঞ্জন। সংবাদ মাধ্যম স্পোর্ত’র সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, ছুটি কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে বার্সায় এসেছেন মেসি। এ সময় তার সঙ্গে ছিল ১৫টি স্যুটকেস। মেসি বার্সেলোনার এল প্রাত বিমান্দবন্দর ছেড়েছেন খুব গোপনে। ভক্তদের ভীড় এড়াতে বিমানবন্দরের পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। তবে তার সঙ্গে থাকা ১৫টি সুটকেস থাকা বেশ রহস্যজনক লাগছে স্প্যানিশ গণমাধ্যমগুলোর কাছে।এছাড়া সংবাদমাধ্যম এল মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, মেসির এই বার্সায় আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে তিনি ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাব্যতা নিয়ে আলাপ করতে পারেন। অথবা তার বাবা হোর্হে মেসির মাধ্যমে আলোচনা হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *