১৬ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে মুশফিক
আশা জাগিয়েও শতকের দেখা পেলেন না মুশফিকুর রহিম। আগের ওভারে লং অফে দারুণ শটে চার মেরেছিলেন। এবার লাকশান সান্দাক্যানের বলে পরের ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েন ইসুরু উদানার হাতে। আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮৪ রান। ১৬ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৭ ওভারে ৫ উইকেটে ২২৯ রান। রিয়াদ ৫৬ ও আফিফ হোসেন ১২ রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের বিদায়ের পর বাজে শটে আউট হন সাকিব আল হাসান। অফস্পিনার গুনাথিলাকার বল ডাউন দ্য উইকেটে এসে উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৩৪ বলে ১৫ রান করা সাকিব।
তবে শুরু থেকেই চালিয়ে খেলেন তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫০তম ফিফটি। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি।ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৭০ বলে ৫২ রান করেন তামিম। তামিম আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলে শূন্য রানে আউট হন মোহাম্মদ মিথুন। তামিমের বিদায়ের পর দলের হাল ধরেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত মুশফিকুর রহিম। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪৩তম অর্ধশতক। ৮৭ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।