১৮ বছর বয়সেই ইনিয়েস্তাকে ছাড়িয়ে গেছেন পেদ্রি!

Share Now..


বয়স চলছে মাত্র ১৮। এরইমধ্যে স্পেনের মিডফিল্ডের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। পুরো ইউরোজুড়ে দুর্দান্ত খেলা পেদ্রিকে নিয়ে চলছে চারপাশে আলোচনা। তবে স্প্যানিশ কোচ লুই এনরিকে যেটি বললেন, তা নিয়ে শুরু হতে পারে সমালোচনাও। স্প্যানিশ কোচের মতে, পেদ্রি এরইমধ্যে ছাড়িয়ে গেছেন ইনিয়েস্তাকে!এ বছরই স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেক হয় পেদ্রির। দুর্দান্ত কৌশল আর ফিটনেসে এরইমধ্যে মুগ্ধ করেছেন সবাইকে। ইতালির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটাই দেখুন। তার দল হেরেছে ঠিকই। তবে স্পটলাইটের সবটুকু আলো কেড়ে নিয়েছেন এই বার্সেলোনার মিডফিল্ডার। ৯০ মিনিটে ৫৫টি সফল পাস দিয়েছেন তিনি। অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট! এরমধ্যে দিয়েছিলেন বেশ কয়েকটি পাস যেখান থেকে গোল হতো অনায়াসে।বার্সেলোনার হয়ে টানা সবক’টি ম্যাচে খেলে গেছেন পেদ্রি। স্পেনের হয়ে অভিষেকের পর থেকে, জাতীয় দলের সব ম্যাচেও নিয়মিত তিনি। যুক্ত করা হয়েছে স্পেনের অলিম্পিক দলেও। সবমিলিয়ে টানা ৬৫টি ম্যাচ এরইমধ্যে খেলে ফেলেছেন পেদ্রি, তাও আবার প্রায় ৯০ মিনিট করেই!পেদ্রির এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ কোচ লুই এনরিকে। তাকে তুলনা করলেন স্প্যানিশ কিংবদন্তি ইনিয়েস্তার সঙ্গে। এমনকি বিশ্বকাপ ও ইউরোজয়ী ইনিয়েস্তার চেয়েও তাকে এগিয়ে রাখছেন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *