২০২২ সালে বৈশ্বিক যত ক্রীড়া আসর
বিগত ২০২১ সালটা বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের জন্য মাইলফলক হয়ে থাকবে। কারণ, মহামারি করোনাভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও মাঠে ফিরেছে দর্শক। টোকিও অলিম্পিক, ইউরো কাপ ফুটবল, কোপা আমেরিকা, পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরগুলো সারাবছর বিশ্বকে মাতিয়ে রেখেছে।
চলমান ২০২২ সালটাও হতে যাচ্ছে ক্রীড়া প্রেমিদের জন্য আনন্দের উপলক্ষ। এ বছর অসংখ্য বৈশ্বিক ক্রীড়া আসর রয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট নিশ্চিতভাবেই কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল। যা আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এছাড়া ফুটবলের আসরগুলোর মধ্যে রয়েছে নারীদের ইউরো কাপ। এটি আসন্ন গ্রীষ্মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
ক্রিকেটের জন্য এই বছরটা অনেক ব্যস্ত থাকবে। মাসখানেক পরই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। রয়েছে পুরুষদের এশিয়া কাপ। এটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এবং বছরের শেষে অক্টোবর- নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এর বাইরে অন্যান্য ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক, কমনওয়েলথ গেমস, রাগবি লিগ বিশ্বকাপ, ইউরোপিয়ান স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।
একনজরে ২০২২ সালের বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট
৪-২০ ফেব্রুয়ারি- শীতকালীন অলিম্পিক- বেইজিং
৫ ফেব্রুয়ারি-১৯ মার্চ রাগবি লিগ
৪-১৩ মার্চ- শীতকালীন প্যারাঅলিম্পিক- বেইজিং
৪ মার্চ-৩ এপ্রিল- নারী ওয়ানডে বিশ্বকাপ- নিউজিল্যান্ড
২৪ মার্চ- ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব সেমিফাইনাল (ইউরোপীয়ান অঞ্চল)
২৭ জুন-১০ জুলাই- উইম্বলডন (টেনিস)- যুক্তরাজ্য
৩ জুলাই- ফরমূলা-১
৬-৩১ জুলাই- নারী ইউরো কাপ ফুটবল ২০২২- ইংল্যান্ড
১৪-১৭ জুলাই- গলফ, দ্য ওপেন, দ্য ওল্ড কোর্স, সেন্ট অ্যান্ড্রুজ
১৫-২৪ জুলাই- অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ- যুক্তরাষ্ট্র
২৮ জলিাই-৪ আগস্ট- কমনওয়েলথ গেমস- বার্মিংহাম, যুক্তরাজ্য
১১-২১ আগস্ট- অলিম্পিক ক্রীড়া, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ- মিউনিখ, জার্মানি
আগস্ট-সেপ্টেম্বর পুরুষ এশিয়া কাপ ক্রিকেট- শ্রীলঙ্কা
১৮ অক্টোবর-১২ নভেম্বর- রাগবি ইউনিয়ন নারী বিশ্বকাপ- নিউজিল্যান্ড
১৫ অক্টোবর-১৯ নভেম্বর- রাগবি লিগ বিশ্বকাপ- ইংল্যান্ড
১৭ অক্টোবর-১৪ নভেম্বর- পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ- অস্ট্রেলিয়া
২১ নভেম্বর-২৮ ডিসেম্বর- পুরুষ ফুটবল বিশ্বকাপ- কাতার