৬০ ইনিংস ধরে কোনো টেস্ট সেঞ্চুরি নেই কোহলির, ক্ষুব্ধ গাভাস্কার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জয় পেতে আর ছয় উইকেট নিতে হবে ভারতের। হাতে পুরো একদিন। তাই সিরিজের প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা বেশি বিরাট কোহলির দলেরই। কিন্তু অধিনায়কের নাজেহাল ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ না হয়ে পারেননি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
৬০ ইনিংস ধরে টেস্টে কোনো সেঞ্চুরি পাননি কোহলি। সেঞ্চুরিয়ন টেস্টেও সঙ্গী ব্যর্থতা। বারবার একইভাবে আউট হচ্ছেন।
গতকাল দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেনের অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। বিদেশের মাটিতে এ নিয়ে টানা দশ ইনিংসে একই ভঙ্গিতে ফিরলেন তিনি। এমন একজন ব্যাটসম্যান বারবার একই ভুল কেন করবেন, এটিই কিছুতে মেনে নিতে পারছেন না গাভাস্কার।
কোহলির আউট হওয়ার ভঙ্গিটা দেখেই বিরক্ত গাভাস্কার। তিনি বলেন, ‘দেখলাম কোহলিকে বারবার অফ স্টাম্পের বাইরেই বল করা হচ্ছিল। এটা যে পরিকল্পনা করেই, সেটি বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। প্রথম ইনিংসের মতোই। কিন্তু লাঞ্চের পর মাঠে নেমে কোহলি খোঁচাই দিল।
তিনি আরও বলেন, টেস্টে যেকোনো ব্যাটারদের উইকেটে থিতু হতে একটু বেশি সময় নেয়। বিরতির পর তাকে অনেক বেশি সাবধান হতে হয়। কারণ এই সময় পা ঠিকমতো নড়ে না। জলপানের বিরতির পরও নতুন করে শুরু করতে হয় । কোহলির মতো অভিজ্ঞ ব্যাটার নিশ্চয়ই ব্যাপারটা জানেন।