¬¬ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত কাইয়ুম হোসেন (১৭) ট্রাকের হেলপার। সে বরিশালের গৌরনদি উপজেলার বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মোশাররফ হোসেন সালেহা খাতুন স্কুলের কাছে পৌঁছালে বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে একই সড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের বিপরীত দিক থেকে আসা আরকটি ট্রাকের সংঘর্ষ হলে ট্রাকের হেলপার কাইয়ুম হোসেন (১৭) গুরুতর আহত হন। ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও একজন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিলো। আমরা দ্রুত সড়কের যান চলাচল স্বাভাবিক করেছি।
Dive into a world of fantasy and unleash your inner hero! Lucky Cola