অতিথি চরিত্রে চমকের বছর!

Share Now..

২০২৩ সালকে বলিউডের সফলতার পাশাপাশি ক্যামিও চরিত্রের বছরও বলা চলে। বছরটিতে একাধিক তারকা ক্যামিও চরিত্রে হাজির হয়ে অবাক করেছেন দর্শকদের। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেই চরিত্রগুলোতে দেখা গেছে বলিউডের সুপারস্টারদের। যেমনটা কখনো কেউ কল্পনাও করতে পারেননি।

শুধু তাই নয়, তারা শক্তিশালী পারফর্ম্যান্স দিয়ে প্রমাণ করেছেন যে, সীমিত স্ক্রিন সময়ের মধ্যেও অভিনেতারা প্রভাবশালী ভূমিকা রাখতে পারেন। বছরের শুরুতেই শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও হয়ে সবাইকে চমকে দেন সালমান খান। টাইগার হিসেবে সালমানের এন্ট্রি অনেকদিন পর দুই বন্ধুকে এক করে। যা দারুণ প্রশংসা কুড়ায় অনুরাগীদের।

অন্যদিকে বলিউড দর্শকরা জানতেন ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দীপিকাও স্ক্রিন শেয়ার করছেন। কিন্তু তারা এটা জানতেন না শেষ দৃশ্যে দীপিকার ক্যামিও দেখবেন। বিক্রম রাঠোরের স্ত্রী, ঐশ্বরিয়া এবং আজাদের মা হিসাবে উপস্থিত হয়ে টক অফ দ্য টাউনে পরিণত হন দীপিকা। শুধু তাই নয়, সিনেমাটিতে খুব কম সময়ের জন্য হাজির হয়েও মুগ্ধ করেন দর্শকদের।

অন্যদিকে আলোচিত ও সফল সিনেমা টাইগার থ্রিতে ঋত্বিকের মতো অভিনেতার দেখা পাবেন দর্শকরা এটা হয়তো স্বপ্নেও দেখেননি। অথচ ‘ওয়ার’ থেকে এজেন্ট কবির হিসেবে হাজির হয়ে সিনেপ্রেমীদের আলোচনার খোরাকে পরিণত হন এই অভিনেতা। এছাড়া বন্ধুর সিনেমায় হাজির হওয়ার প্রতিদান হিসেবে শাহরুখও ক্যামিও চরিত্রে যুক্ত হয়ে ‘টাইগার থ্রি’কে ভিন্নমাত্রায় নিয়ে যান।

একেবারেই কম সময়ের জন্য পর্দায় এসে দর্শকদের বাড়তি আনন্দ দেন এই অভিনেতা। তবে ছোট হলেও চরিত্রটির গুরুত্ব ছিল চোখে পড়ার মতোই। তবে ২০২৩ সালে আলোচিত হয়েছে হারিয়ে যেতে বসা অভিনেতা ববি দেওলের কামব্যাক। তাও আবার ক্যামিও চরিত্র দিয়ে! ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেছেন ভালো চরিত্র পেলে বুড়ো অভিনেতাও বাজিমাত করতে পারেন।

চরিত্র ছোট-বড় যা-ই হোক না কেন। অ্যানিমেলে তার স্বল্প সময়ের উপস্থিতি সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে ছিল দীর্ঘদিন। তার প্রশংসা করতে ভুল করেননি সমালোচকরাও। নেটদুনিয়া থেকে সব জায়গাই নিজের দখলে নেন এই অভিনেতা। এমনকি তার ক্যামিও চরিত্র দিয়ে নিজেকে নতুন করে চেনানোকে সামনে এনে অসংখ্য সিনিয়র অভিনেতা-অভিনেত্রীও নিজেদের হাইলাইট করার চেষ্টা করেন। তাদের মতে, সুযোগ পেলে তারাও ববি দেওল হতে পারেন। তাদের নিয়ে কোনো নির্মাতা-প্রযোজক চিন্তা করেন না বলেও আক্ষেপ প্রকাশ করেন তারা।

1,336 thoughts on “অতিথি চরিত্রে চমকের বছর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *