অতিরিক্ত পুলিশ মোতায়নের মাঝেও মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

Share Now..

\ ইবি প্রতিনিধি, কুষ্টিয়া \
পুলিশি বাঁধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বটতলা চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক দিয়ে শিক্ষার্থীরা মহাসড়কে গেলে পুলিশ বাঁধা প্রদান করে। কিন্তু সে বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক থেকে শেখপাড়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নিতে শুরু করলে আবারও সড়ক অবরোধে বাধা দেয় পুলিশ। এরপরও মহাসড়কে প্রায় আধা ঘন্টা অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা। সড়ক ছেড়ে দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা গান, কবিতা, পথনাটক ইত্যাদির মধ্য দিয়ে কোটা সংস্কারের দাবি জানান। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এদিন সোয়া ৪ টার দিকে তারা জিয়া হল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে এটি প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দাবি ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীাক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক-অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধান। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে শক্ত অবস্থানে ছিল পুলিশ। অন্যান্য দিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ দেখা গেছে। আন্দোলনকারীরা যাতে সড়কে অবস্থান নিতে না পারে ‘হাই কমান্ড’ পুলিশকে নির্দেশনা দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। শিক্ষার্থীদের বর্তমানে একটাই দাবি সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *