অতীতের যে বোলারের বিপক্ষে সমস্যায় পড়তেন কোহলি
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির। তারপর থেকে বহু বোলারকে খেলেছেন তিনি। তাদের বিরুদ্ধে শাসন করেছেন। তার বিরুদ্ধে আধিপত্য দেখাতে পারেননি প্রায় কোনো বোলারই। কিন্তু অতীতে এমন কোনো বোলার কি রয়েছেন যার বিরুদ্ধে কোহলি খেলতে গেলে অস্বস্তিতে পড়তেন?
হ্যাঁ, রয়েছেন। খোদ কোহলিই জানালেন সেই কথা। শনিবার (২৯ মে) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে সমর্থকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভারত অধিনায়ক। সেখানেই এক সমর্থক তাকে প্রশ্ন করেন, অতীতের কোন বোলার তাঁকে সমস্যায় ফেলতে পারতেন? কোহলি উত্তর দিয়েছেন, ওয়াসিম আকরাম।
পাকিস্তানের এই পেস বোলার একসময় গোটা বিশ্বের ত্রাস ছিলেন। তার হাতে থেকে বেরোত ১৫০ কিমি গতির বল। কোহলির আন্তর্জাতিক অভিষেকের অনেক আগেই অবশ্য খেলা ছেড়েছিলেন আকরাম। ২০০৩ বিশ্বকাপের পরেই অবসর নেন তিনি।