অনবদ্য সেঞ্চুরিতে র‍্যাংকিংয়ে বড় লাফ লিটনের 

Share Now..

রাওয়ালপিন্ডি টেস্টে অনবদ্য এক সেঞ্চুরি করে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন দাস। ১২ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসি র‍্যাংকিংয়ের হালনাগাদে দেখা যায়, ২৭ নম্বর থেকে ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে। তার পরেই আছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ১৭ নম্বরে। রাওয়ালপিন্ডি টেস্টে স্কোরবোর্ডে রান মাত্র ২৬। কিন্তু উইকেট নেই ৬টি। এমন ব্যাটিং বিপর্যয়ে ক্রিজে আসেন লিটন। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন। অসাধারণ এক সেঞ্চুরিতে দলকে ম্যাচে ফেরান এই উইকেটরক্ষক ব্যাটার। লিটনের ১৩৮ রানে ভর করে ৬ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাংকিংয়ে  মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ১৯তম অবস্থানে আছেন তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *