অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ 

Share Now..

ছেলেদের ক্রিকেটে এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে জাতীয় দল বারবার ব্যর্থ সেখানে যুবাদের হাত দিয়ে সেরা অর্জনগুলো এসেছে। এবার আরও একটি টুর্নামেন্ট মাঠে গড়াতে চলেছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। 

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা খেলবেন ‘বি’ গ্রুপে আফগানিস্তান (২৯ নভেম্বর), নেপাল (১ ডিসেম্বর) ও শ্রীলঙ্কার (৩ ডিসেম্বর) বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, জাপান, ভারত ও পাকিস্তান। যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ।  সবশেষ আসরের চ্যাম্পিয়নরা এই ম্যাচে খেলবে সাবেক চ্যাম্পিয়ন আফগানদের বিপক্ষে। সেদিনই আরেক ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাঁচবারের রানার্স আপ শ্রীলঙ্কা। ৬ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *