অন্তঃসত্ত্বা অবস্থায় ‘দেবদাস’ করেছিলেন মাধুরী

Share Now..

অন্তঃসত্ত্বা হওয়া মানেই যে ছুটি ভোগ এ কথা সবার বেলায় সত্য নয়। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ করেছেন, এমন অভিনেত্রীর সংখ্যা নেহায়েত কম নয়। যতক্ষণ পর্যন্ত না শারীরিক কোনও পরিবর্তন আসছে, ততক্ষণ তারা ক্যামেরার সামনে কাজ করেছেন। 

এ তালিকায় রয়েছেন বলিউডের রানি মুখার্জি, কাজল, ঐশ্বরিয়াসহ অনেকেই। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। ‘দেবদাস’ ছবির শুটিংয়ের সময় তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সিনেমার বেশিরভাগ শুটিং-ই তখন শেষ। তিনি মোটেও কাজ থামাননি। তবে ‘ডোলা রে’ গানের মতো নাচ তার পক্ষে সম্ভব ছিল না। তবে সেই সময়ও বাকি থেকে গিয়েছিল ‘দেবদাস’-এর মেহফিলের গান। ‘হামপে ইয়ে কিসনে’ এই গানে মাধুরী দীক্ষিতের পারফর্ম আজও ভক্তদের মাঝে চর্চিত। তবে জানেন কি সেই গানে তিনি নেচেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই। সেই কারণেই পোশাকে বিশেষ বদল এনেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তিনি কুন্দনের কাজের বদলে নির্দেশ দিয়েছিলেন শোলা দিয়ে পোশাকের কাজ করতে। যাতে পোশাকের ওজন এক ধাক্কায় অনেকটা কমে যায়। আর মাধুরী নাচতে পারেন। তাতে বেশ সুবিধাই হয়েছিল অভিনেত্রীর। যে গানের আইকনিক দৃশ্য বা হুক স্টেপ আজও দর্শক পছন্দ করে। তা জেনে বুঝেই বসে বসে করা হয়েছিল।

অধিকাংশ অংশেই বসিয়ে দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে। শুটিং-এর জন্য কোনও সমস্যা হয়নি তেমন। আজও এই ছবি চর্চিত। সঞ্জয়লীলা ভনসালির অন্যতম প্রযোজনা। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, প্রত্যেকের চরিত্রের উপস্থাপনাই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *