অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ বাবুল, ম্যানেজার নাফিস

Share Now..

আর কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সিরিজ। গতকালই (১৩ নভেম্বর) দলটি বাংলাদেশে চলে এসেছে। এরই মধ্যে জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুককে বাদ দিয়েছে বিসিবি। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেটি আর নবায়ন করেনি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। বোর্ড জানিয়েছিল, পাকিস্তান সিরিজের জন্য আপাতত অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়া হবে। কারণ, ভালো বিদেশি কোচ এখনই পাওয়া যাচ্ছে না।

রবিবার (১৪ নভেম্বর) বিসিবির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের নাম জানানো হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল।
ম্যানেজম্যান্টে আরও একটি পরিবর্তন এসেছে। পদত্যাগ করেছেন জাতীয় দলের টিম অপারেশন্স ও লজিস্টিকস ম্যানেজার সাব্বির খান। তার জায়গায় অন্তর্বর্তীকালীন লজিস্টিক ম্যানেজার হিসেবে সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে নিয়োগ দিয়েছে বিসিবি।এরই মধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন। রবিবার মিরপুরে জাতীয় দলের অনুশীলনেও তাকে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *