অবনমনের শঙ্কা নিয়ে বছর শেষ করল ম্যানইউ

Share Now..

কথাই আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার।’ তবে শুরুর মতোই শেষটা রাঙাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে ২০২৪ সালটা শেষ করল রুবেন আমোরিমের শিষ্যরা।

ম্যাচের মাত্র ২০ মিনিটের মাথায় দুই গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। এরপর শতচেষ্টা করেও ম্যাচে ফিরতে পারিনি স্বাগতিকরা। এমনকি শোধ দিতে পারেনি কোনো গোল। বছরের শেষ ম্যাচে শুধু হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়েনি ম্যানইউ। হতাশার সাথে সাথে লজ্জার রেকর্ডকে সঙ্গী করে বছরটা শেষ করেছে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি। যদিও গেল এক দশক শিরোপার দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ২০১২-১৩ মৌসুমে শিরোপার স্বাদ পেয়েছেন রুবেন আমোরিমের শিষ্যরা।চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে মাত্র ছয়টি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হেরেছে ৯টি ম্যাচে এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৪ নম্বরে। তাতে লজ্জার রেকর্ড গড়েছে দলটি। গেল ৩৫ বছর পর পয়েন্ট টেবিলে এতো তলানিতে নেমেছে দলটি। এরআগে ১৯৮৯ সালে পয়েন্ট টেবিলের ১৫তম স্থান থেকে বছর শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড । এবার ১৪ নম্বরে থেকে। শুধু তাই-নয় এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে অবনমনের শঙ্কা দেখছেন খোদ ম্যানইউ কোচ রুবেন আমোরিম। অবনমন নিয়ে এই ডাচ কোচ বলেন, ‘আমাদের লড়াই করতে হবে।

এটি সত্যিই যে আমরা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি এবং আমাদের এটিকে ভালোভাবে মোকাবেলা করতে হবে। আমাদের লড়াই করতে হবে। তারপর দেখা যাক কি হয়।’ এরআগে ৫১ বছর আগে অর্থাৎ ১৯৭৩-৭৪ মৌসুমে সবশেষ অবনমনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *