অবশেষে ছাড়া পেল ‘৫৭০’

Share Now..

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের। সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘৫৭০’ গত ৬ মাস সেন্সরে আটকে ছিল।

কিছু দৃশ্য ফেলে দিয়ে অবশেষে সিনেমাটি গত ১১ ফেব্রুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা আশরাফ শিশির। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী দাফনের আগ পর্যন্ত ৩৬ ঘণ্টার ঘটনাগুলো নিয়ে নির্মিত হয়েছে ৫৭০ সিনেমা।’

উল্লেখ্য, গত জুলাই মাসে সেন্সর বোর্ডে সিনেমাটি মুক্তির অনুমতি পেতে জমা পড়ে। কিন্তু এতদিন কেন আটকে ছিল জানতে চাইলে নির্মাতা বলেন, ‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ক্ষমতায় থাকার পরেও এই সিনেমাটি ৬ মাসের অধিক সেন্সরে আটকে রাখা হয়েছিল। এটা খুবই দুঃখজনক। পৃথিবীর সকল ঐতিহাসিক সিনেমার শেষে সত্য ঘটনার ফুটেজ, ছবি, নিউজ কাটিং উল্লেখ করা হয়। কিন্তু আমাকে সেন্সর থেকে স্পষ্ট বলা হয় খুনিদের ছবি দেখানো যাবে না!’

‘৫৭০’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এতদিন বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করলেও এই প্রথম তিনি কোনো ঐহিতাসিক চলচ্চিত্রে অভিনয় করলেন। ছবিতে আরো অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুজাত শিমুল, এলিনা শাম্মী, লুবাবা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *