অবসর নেওয়া প্রসঙ্গে যা বললেন সাকিব

Share Now..

গত বছর এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি থেকে কবে অবসর নেবেন সেই প্রসঙ্গে কথা বলেছিলেন সাকিব আল হাসান। সেখানে তিনি বলেছিলেন ২০২৪ বিশ্বকাপ খেলে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণকে বিদায় জানাবেন তিনি। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় এটাই তার শেষ বিশ্বকাপ কি না? এমন প্রশ্নে ধোঁয়াশা রেখেছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে।’

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা প্রসঙ্গে এই টাইগার অলরাউন্ডার আরও বলেন, ‘বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা রয়েছে। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে। দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমারও সেভাবে ইচ্ছা আছে।’

যতদিন উপভোগ করবেন ততদিন খেলার কথা জানিয়ে সাকিব বলেন, ‘উপভোগ না করলে তো খেলা যায় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *