অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান ওয়ার্নার

Share Now..

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় বলেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে দলের প্রয়োজনে আবারও জাতীয় দলে ফিরতে চান সাবেক এই অজি ওপেনার।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে ওয়ার্নার জানিয়েছেন, যদি অস্ট্রেলিয়ার প্রয়োজন হয় তাহলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে প্রস্তুত তিনি।

ইনস্টাগ্রাম পোস্টের শুরুতে জাতীয় দলে খেলার স্মৃতিচারণ করে ওয়ার্নার লেখেন, ‘অধ্যায়ের সমাপ্তি! এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। আমার দল ছিল অস্ট্রেলিয়া। আমার ক্যারিয়ারের বেশিরভাগ খেলাই হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। এটা করতে পারা আমার জন্য অনেক সম্মানের। সব ফরম্যাট মিলে একশরও বেশি ম্যাচ আমার মনে গেঁথে আছে।’

দলের প্রয়োজন হলে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন জানিয়ে সাবেক অজি এই ওপেনার আরও লেখেন, ‘সমর্থকদের ছাড়া প্রিয় কাজগুলো করা সম্ভব নয়, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছু দিন খেলব। যদি দলে রাখা হয় আমি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলব। আমার ওপর আস্থা রাখায় খেলোয়াড় ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা। হোয়াটসঅ্যাপে আর ফাইল জমবে না। আপনাদের কান এখন আমার কণ্ঠ থেকে মুক্তি পেল। গত কয়েক বছরে এই দল অবিশ্বাস্য সব অর্জন করেছে এবং এটা যেন অব্যাহত থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *