অবৈধভাবে ভারতে পালানোর সময় দু’ আওয়ামীলীগ নেতা আটক
Share Now..
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দু’আওয়ামীলীগ নেতাকে আটক করেছে বিজিবি। এ সময় তল্লাশি করে একটি ল্যাপটপ, অসংখ্য সীল, দলীয় প্যাড, সার্টিফিকেট উদ্ধার করে। এরা আওয়ামী প্রজন্ম লীগের নেতা। এদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানায়, রবিবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এই দু’জন। এ সময় বিজিবির টহলদলের কাছে ধরা পড়ে। এরা হলো-কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৩৮) ও রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুলু হক (৩৫)।