অবৈধ অস্ত্র মামলায় ঝিনাইদহে এক ব্যক্তির ১৭ বছরের কারাদন্ড

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (১০ জুলাই) বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী আলমগীর ঝিনাইদহ সদর উপজেলার বড় মান্দারবাড়িয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে। মামলার রায় সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামী আলমগীরকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আসামী তার কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর আসামী আলমগীরকে নিয়ে পুলিশ মান্দারবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার তৎকালীন এসআই ব্রজবল্লভ সাধু ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১২ ডিসেম্বর আলমগীরকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাড়ে ৫ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত উক্ত আসামীকে অস্ত্র আইনে সাত বছর সশ্রম ও অন্য একটি ধারায় ১০ বছর করে মোট ১৭ বছর কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *