অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

Share Now..

বৈশ্বিক আসরগুলোতে স্কোয়াড ঘোষণায় বরাবরই অভিনব পন্থা গ্রহণ করে নিউজিল্যান্ড। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডও তার ব্যতিক্রম নয়। প্রথমবারের মতো মিচেল স্যান্টনারের নেতৃত্বে বড় মঞ্চে নামবে কিউইরা। দলে রাখা হয়েছে নতুন মুখ ও চমক।  

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তানের তিনটি ভেন্যুতে এবং ভারতের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হবে। আজ ১২ জানুয়ারি ছিল অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ। অধিনায়ক স্যান্টনার আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।  নিউজিল্যান্ডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া তরুণ পেসার বেন সিয়ার্সকে। এছাড়া অভিজ্ঞতা সীমিত থাকা পেসার উইল ও’রুর্ক ও অলরাউন্ডার নাথান স্মিথও রয়েছেন দলে। কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমাদের স্কোয়াডে প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার সুযোগ পেয়েছি। পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে সাফল্য পেতে সম্ভাব্য সেরা দলটি বেছে নিয়েছি।’  

দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক স্যান্টনারের সঙ্গে স্পিন বিভাগকে শক্তিশালী করতে আছেন মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান এবং উইল ইয়াং। ব্যাটিং লাইনআপের মূল ভরসা ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। অন্যদিকে পেস বিভাগে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।   চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।  

নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।  

One thought on “অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

  • January 12, 2025 at 11:43 am
    Permalink

    Thanks for finally writing about > অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের –
    দৈনিক নবচিত্র < Liked it!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *