অভিনয় ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত আমির খানের
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবির পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন আর দশটা সাধারণ মানুষের মতোই পরিবারের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তবে সাবেক স্ত্রী কিরণ রাও, সন্তান জুনায়েদ খান আর তার প্রযোজনা সংস্থার কর্মীরা মিলে আমিরকে বোঝান। মন বদলান অভিনেতা। তবে এবার অভিনয় ছাড়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আমির।
সম্প্রতি ইউটিউব চ্যানেল দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন আমির খান ও কিরণ রাও। সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে অবসর নিয়ে নিজের ভাবনা জানান। এই সাক্ষাৎকারে অভিনেতা পরিষ্কার বলে দেন, ৭০ বছর বয়সে অবসরে যেতে চান তিনি। বলিউড এই সুপারস্টার জানান, অবসরে যাবেন, এ নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত ছিলেন। সকালে উঠে যোগব্যায়াম করবেন, পরিবারের সঙ্গে সময় কাটবেন—সব মিলিয়ে পরিকল্পনা মন্দ লাগছিল না। কিন্তু যখন মন বদলান, তখন নতুনভাবে শুরু করতে চান। আমিরের ভাষ্যে, ‘আমি এখন একসঙ্গে ছয় প্রকল্পে হ্যাঁ বলেছি, ক্যারিয়ারে কখনোই এমনটা হয়নি।’ আমির বিরতি নিয়ে সিনেমা করেন। একসঙ্গে একটির বেশি সিনেমা করেন না। সেই আমির একসঙ্গে ছয়টি প্রকল্পে কাজ করছেন! সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অভিনেতা। আমিরের ভাষ্যে, ‘আমি সম্ভবত ক্যারিয়ারের শেষ ১০ বছরের চক্রে প্রবেশ করেছি। এ জন্য ভাবলাম, শেষ ১০ বছর সবচেয়ে বেশি কাজ করা যাক। আমার বয়স এখন ৫৯, আশা করি ৭০ পর্যন্ত কাজ করার মতো সুস্থ থাকব।’ আমির কথার মধ্যেই তার অবসরের সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন অনুপমা চোপড়া ও কিরণ। দুজনেই ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। তবে আমির উত্তরে বলেন, ‘তিনি বিরল প্রতিভা।’
আমির জানান, ক্যারিয়ারের এই শেষ ১০ বছরে তিনি যতটা সম্ভব নতুন প্রতিভা তুলে আনতে চান। ‘আমার কাছে যাদের প্রতিভাবান মনে হবে, তাদের সমর্থন দেব। সেটা লেখক, নির্মাতা, গায়ক বা অভিনয়শিল্পী হতে পারে।’
Test your strategy and claim your victory! Lucky Cola