অভিষেক টেস্টেই রেকর্ড গড়ে ইতিহাস ক্যারির
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এমন রেকর্ড ঘটলো। অভিষেক টেস্টেই উইকেটকিপার হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স ক্যারি। অভিষেক ম্যাচে প্রথম উইকেটকিপার হিসেবে ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি এবং ভাগ বসিয়েছেন সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডেও।
সদ্যই শেষ হয়েছে গ্যাবা টেস্ট। এটিতে দুই ইনিংস মিলিয়ে ৮টি ক্যাচ ধরেছেন অ্যালেক্স ক্যারি। এর মধ্যে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে নেন ৫টি ক্যাচ। এতদিন অভিষেকে সর্বোচ্চ ৭টি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ছয়জন উইকেটকিপারের দখলে। তারা হলেন- ক্রিস রিড, ব্রায়ান তাব, অ্যালান নট, পিটার নেভিল, চামারা দুনুসিংহে ও ঋষভ পান্ত।
অথচ ক্যারির টেস্টে খেলার কথাই ছিল না। কপাল খুলে যায় অজিদের নিয়মিত উইকেটকিপার টিম পেইনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ায়। তার জায়গাতেই দলে ঢুকেন এই উইকেটকিপার ব্যাটার।