অমিতাভকে আজও চোখে চোখে রাখেন রেখা

Share Now..

পরিণতি না পেলেও অমর হয়ে আছে বলিউডের আইকনিক অনস্ক্রিন জুটি রেখা-অমিতাভ বচ্চনের সম্পর্ক। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে ৫০ বছরের দাম্পত্য পার করেছেন অমিতাভ বচ্চন। তবু, অমিতাভ-রেখার সম্পর্কের চর্চা চলে আজও।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউডের ‘দ্য এভারগ্রিন’ রেখা কপিল শর্মার “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল” শো’র অতিথি হয়ে এসেছিলেন। আর সেখানেই ভরা মঞ্চে অমিতাভকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। নেটফ্লিক্সে শো’য়ের টিজারে দেখা গেল রেখার পাশে বসেই অমিতাভ বচ্চনকে নকল করছেন কপিল শর্মা। রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের সাহেবের “কৌন বনেগা ক্রোড়পতি” শো নিয়ে কথা বলতে দেখা যায় তাদের। কপিলের মায়ের সঙ্গে অমিতাভের কথোপকথনের প্রসঙ্গে টানতেই জবাব দিলেন রেখা।  অমিতাভ সেই অনুষ্ঠানে কপিলকে কী বলছিলেন হুবহু বলে দেন অভিনেত্রী। রেখাকে বলতে শোনা যায়, “আমাকে জিজ্ঞেস করো না, আজও সব সিনেমার সংলাপ একেবারে মুখস্ত।” পাশাপাশি রেখা এমন ইঙ্গিতও দেন যে, তিনি রোজ টিভির পর্দায় “কৌন বনেগা ক্রোড়পতি” দেখেন। হয়তো এভাবেই অমিতাভের সঙ্গে দেখা হয় তার।

বেশ কয়েক বছর আগে রেখা বলেছিলেন, “অমিতাভকে ভালবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে দেখা হয় সেটাই অনেক আমার কাছে।” রেখা যেমনটা বলেছিলেন, তেমনটাই যেন মেনে চলছেন নিজের জীবনে।

অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন এসেছে বার বার। যার মধ্যে সবচেয়ে আলোচিত অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের কথা। যদিও একসময়ে জয়ার মাধ্যমেই অমিতাভের সঙ্গে পরিচয় হয় রেখার। অমিতাভের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান রেখা। পরিণতি পায়নি সেই ভালবাসা। কিন্তু বিভিন্ন সময় খোলাখুলিভাবে অমিতাভের প্রতি নিজের ভালবাসার কথা জানান রেখা। বহু বছর আগের সম্পর্ক এখন আর তাজা নয়, তাদের নাকি সেভাবে যোগাযোগও নেই। তবু রেখা নাকি নিয়মিত খোঁজ রাখেন অমিতাভের!

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও রেখা কিংবদন্তি। ৭০ বছর বয়সেও তিনি ফিট। তার সৌন্দর্য, সাজ আজও নজর কাড়ে যেকোনো অনুষ্ঠানে। তবে, একটি বিশেষ দিক অনেকের কাছেই রহস্য—রেখার সিঁথিতে সিঁদুর। দীর্ঘ দিন ধরেই অনুরাগীদের কৌতূহল, অভিনেত্রীর সিঁদুর পরার কারণ কী? 

১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। কিন্তু বহু বছর আগেই অস্বাভাবিক মৃত্যু হয় অভিনেত্রীর স্বামীর। যদিও সিঁদুর পরা বন্ধ করেননি অভিনেত্রী। যেকোনো অনুষ্ঠানে দেখা যায় সিঁথিভর্তি লাল সিঁদুর।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রেখা বলেন, “আমি যে শহরের মেয়ে, সেখানে সিঁদুর পরা একটা ফ্যাশন।” যদিও তারপরও রেখাকে নিয়ে গুঞ্জন থামেনি। তখন রেখা ফের জানান, সিঁদুর তাকে মানায়, তাই পরেন। লোকে কী বলছে সেসব পাত্তা দেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *