‘অর্ধাঙ্গিনী’ টেলিফিল্মে মৌসুমী
যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। মা, বোন ও সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি শুটিং করছেন অভিনেত্রী। শুরু করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি টেলিফিল্মের কাজ।
বিডি ফিল্মস ইউএসএর ব্যানারের টেলিফিল্মটির শুটিং হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। সৈয়দ আর ইমন পরিচালনা করছেন।
নির্মাতা সৈয়দ আর ইমন গণমাধ্যমকে জানান, সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হচ্ছে ‘অর্ধাঙ্গিনী’। গল্প এগিয়ে যাবে মৌসুমীকে কেন্দ্র করে।
টেলিফিল্মটি নিয়ে মৌসুমী মিডিয়া জানান, আমার এখন চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষের সর্বোচ্চ ভালোবাসা পেয়েছি। বড় পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে। এই সময়ে নতুনদের সঙ্গে কাজ করতে চাই। তবে অর্ধাঙ্গিনীর গল্পটা খুব সুন্দর। মনে নাড়া দেওয়ার মতো একটি গল্প।
মৌসুমী ছাড়া অর্ধাঙ্গিনীতে আরও অভিনয় করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, আবুল হোসেন, সোহেল রানা, নাঈম ভূঁইয়া, রেহানা চৌধুরী লিয়া, জয় চৌধুরী, মামুন রশিদসহ অনেকে।
‘অর্ধাঙ্গিনী’ প্রযোজনা করছেন তরিকুল ইসলাম মিঠু। সংগীত আয়োজনে মেহেদী হাসান তামজিদ।