অস্কার মনোনয়ন ঘোষণা পিছিয়ে দিল লস অ্যাঞ্জেলেসের দাবানল

Share Now..

লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অস্কার মনোনয়ন ঘোষণা কথা থাকলেও এই ঘোষণা এখন ১৯ জানুয়ারি করা হবে। দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার অ্যাকাডেমি সদস্যের ভোটের সময়সীমাও দুই দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস দাবানলে বেশ কয়েকজন সেলিব্রিটি তাদের ঘরবাড়ি হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- অস্কার অনুষ্ঠানের সাবেক উপস্থাপক বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, জেমস উডস ও মাইলস টেলার। অ্যাওয়ার্ডস’র প্রধান নির্বাহী বিল ক্রেমার এক চিঠিতে বলেছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে ভয়াবহ দাবানলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাতে চাই। আমাদের অনেক সদস্য এবং শিল্প সহকর্মীরা লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বাস করেন এবং কাজ করেন। আমরা আপনার কথা ভাবছি।

এদিকে, দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পুড়ে গেছে এক হাজারের বেশি বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *