অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে নেদারল্যান্ডস
Share Now..
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় তৃতীয় দল হিসেবে জায়গা করে নিলো নেদারল্যান্ডস। বৃহস্পতিবার রাতের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নক আউট পর্বে পৌঁছায় ডাচরা।ইয়োহান ক্রুইফ এরিনাতে আক্রমণে একরকম আধিপত্য দেখিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেমপিস ডিপেই। প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট হয় আরও দুইবার। তবে ফাঁকে ফাঁকে আক্রমণে উঠার চেষ্টা করেছে অস্ট্রিয়া। প্রথমার্ধ শেষে ১-০ তে এগিয়ে নেদারল্যান্ডস।দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে গেছে ডাচরা। ৬৭ মিনিটে মালেনের পাসে অস্ট্রিয়ার জালে বল জড়ান দামফ্রিস। স্কোর, নেদারল্যান্ডস ২-০ অস্ট্রিয়া। ম্যাচের বাকি অংশে আরও একবার সুযোগ হাতছাড়া হয়েছে কমলা জার্সিধারীদের।
In the game world, anything is possible Lucky Cola