অস্ট্রেলিয়ায় ‘বিষাক্ত’ খাবার দেওয়া হয়েছিল, দাবি জোকোভিচের
আগামীকাল শুরু হবে ২০২৫ অস্ট্রেলিয়া ওপেনের মূল পর্ব। এর আগেই টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বর অভিযোগ আনলেন। তার মতে, ২০২২ সালে মেলবোর্নে যখন তাকে আটক করা হয়েছে, তখন তাকে বিষাক্ত খাবার খেতে দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই সার্বিয়ান তারকা।
তখনো বিশ্ব জুড়ে আধিপত্য বিস্তার করছিল করোনা ভাইরাস। সে সময় মহামারি থেকে বাঁচতে প্রায় সবাইকে নিতে হয়েছিল করোনার টিকা। অন্য দেশে যাওয়ার জন্য প্রয়োজন হতো করোনা টিকার সনদ। তবে করোনা টিকা নেননি টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। যার কারণে অস্ট্রেলিয়া ওপেনে খেলার পরিবর্তে মেলবোর্নে একটি হোটেলে পাঁচ দিন আটকে রাখা হয়েছিল সার্বিয়ার এই টেনিস তারকাকে। এমনকি অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে তাকে দেশটি থেকে বের করে দেওয়া হয়েছিল। যদিও পরের বার ২০২৩ সালে অস্ট্রেলিয়া ওপেনে পুরুষ এককে শিরোপা জিতেছিলেন জোকোভিচ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জিকিউ ম্যাগাজিনকে এক সাক্ষাৎকার দেন নোভাক জোকোভিচ। সেখানে ২০২২ সালের অস্ট্রেলিয়া নিজের স্মৃতিচারণ করে এই কিংবদিন্ত বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে, মেলবোর্নের সেই হোটেলে আমাকে এমন কিছু খাবার খাওয়ানো হয়েছিল। সেই খাবারে বিষ ছিল।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘আমি যখন সার্বিয়ায় ফিরে আসি। তখন আমার কিছুটা আঁচ করতে পেরেছি। তবে আমি সেসময় এটা প্রকাশ্যে কাউকে বলিনি। কিন্তু উপলব্ধি করতে পেরেছি। আমার কাছে মনে হয় সেটি সিসা ও পারদমিশ্রিত বিষাক্ত কিছু ছিল।’ যদিও ২০২২ সালের সেই ঘটনাকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে নেমেছিলেন এই কিংবদন্তি। তবে রায় আসেনি তার পক্ষে। এছাড়াও জোকোভিচের এমন মন্তব্য নিয়ে গতকাল মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। সেখানে ২০২২ সালে জোকোভিচের সাথে মেলবোর্নে ঘটা ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে খারাপ আচরণ করেছি, আমাদের সেটা করা উচিত হয়নি। আমি বিষয়টি জানতাম না। তাহলে আমি তখন তার সঙ্গে কথা বলতাম।’ তবে বিষক্রিয়া জাতীয় খাবারের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আসন্ন অস্ট্রেলিয়া ওপেনের জন্য জোকোভিচকে শুভ কামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
Spot oon with this write-up, I absolutely think thi website
neers much mlre attention. I’ll probably
bee returning tto see more, thanks for the info!