অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে ফিলিস্তিনপন্থী ব্যানার, আটক ৪

Share Now..

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ঝুলানোর অভিযোগে চারজনকে আটক করেছে ক্যানবেরা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) পার্লামেন্ট ভবনের ছাদে উঠে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন কয়েকজন বিক্ষোভকারী। এসময় তারা ছাদ থেকে কিছু ব্যানার ঝুলিয়ে দেন। এ ঘটনাকে পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্যরা। খবর রয়টার্সের।

কালো পোশাক পরিহিত চার বিক্ষোভকারীকে প্রায় একঘণ্টা ধরে পার্লামেন্ট ভবনের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় তারা ফিলিস্তিনের মুক্তি চেয়ে স্লোগান দেন। ছাদ থেকে নিচের দিকে কালো রঙের বেশ কয়েকটি ব্যানার ঝুলিয়ে দেন। ব্যানারগুলোর একটিতে লেখা ছিল, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন থাকবে মুক্ত। এমনকি এক বিক্ষোভকারী মেগাফোন ব্যবহার করে ইসরায়েল সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে বক্তৃতাও দেন। তিনি বলেন, আমরা ক্ষমা করব না। প্রতিরোধ চালিয়ে যাব।

পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এসময় জনগণকে ভবনের মূল প্রবেশপথ দিয়ে সরাসরি বিক্ষোভকারীদের দিকে যেতে নিষেধ করেন। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের আটক করেন। এসময় তারা ব্যানারগুলো গুটিয়ে নেন।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি পুলিশের এক মুখপাত্র বলেছেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। তাদেরকে দুই বছরের জন্য পার্লামেন্ট ভবনে নিষিদ্ধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ধরনের বিক্ষোভের নিন্দা করেছেন।

ফিলিস্তিনকে সমর্থন করে সিনেটে উত্থাপিত একটি প্রস্তাবে নিজ দলের বিপক্ষে গিয়ে ভোট দেওয়ায় অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি গত সোমবার সিনেটর ফাতিমা পেম্যানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে। এরপরপরই অস্ট্রেলিয়ায় এমন বিক্ষোভের ঘটনা ঘটলো। ফিলিস্তিনকে এখনও রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *