অ্যাথলেটিকসের নতুন রাজা ইতালির মার্সেল ইয়াকবস
Share Now..
অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টকে তর্কযোগ্যভাবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বলা হয়ে থাকে। সেটিতে এবার স্বর্ণপদক জিতেছেন ইতালির মার্সেল ইয়াকবস। এর জন্য তিনি সময় নিয়েছেন মাত্র ৯.৮০ সেকেন্ড।
চলমান টোকিও অলিম্পিকে আজ রবিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ছেলেদের এ ইভেন্টে রৌপ্য জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ও ব্রোঞ্জ জিতেন কানাডার আন্দ্রে ডি গ্রাস।
এর মধ্য দিয়ে অ্যাথলেটিকসের নতুন রাজা বনে গেলেন ইতালির মার্সেল ইয়াকবস।