আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা

Share Now..

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিলের মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) দুই দিনব্যাপী এই নিলামের ছিল প্রথম দিন। এ দিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋঝভ পন্থ। সেইসঙ্গে অবিক্রিত থেকে গেছেন বেশ কিছু তারকা ক্রিকেটার।

প্রথম দিনের নিলামে অবিক্রিত থেকেছেন ভারতের ব্যাটার দেবদত্ত পাডিক্কেল। ২ কোটি ভিত্তিমূল্যের এ ক্রিকেটার গত মৌসুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। তার সঙ্গে অবিক্রিত থেকেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। মারকুটে এই ব্যাটারের ২ কোটি ভিত্তিমূল্য থাকলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ। ওয়ার্নারের পর সবাইকে অবাক করে দিয়েছে জনি বেয়ারস্টোর অবিক্রিত থাকা। ১৫০ এর ওপর স্ট্রাইকরেট নিয়েও এবার কারও নজর কাড়তে পারেননি তিনি। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি।

তালিকার চতুর্থ ক্রিকেটার ওয়াকার সালামখেইল। ৭৫ লাখ ভিত্তিমূল্যের আফগানিস্তানের এ বোলার অবশ্য কখনো আইপিএলে খেলেননি। তাকে সুযোগও করে দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
 
অবিক্রিত থেকে গেছেন ২০০৮ সালের অভিষেক আসর থেকে খেলা অভিজ্ঞ স্পিনার পিযুশ চাওলা। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ করেও কারও নজরে আসতে পারেননি তিনি। অবিক্রীত থেকেছেন ৩০ লাখ ভিত্তিমূল্যের শ্রেয়াস গোপালও।
 
২০২০ সাল থেকে আইপিএলের তিন আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা কার্তিক ত্যাগীকে এবার দলে ভেড়ায়নি কেউ। তার ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ রুপি। অবিক্রীত থেকেছেন ভারতের ব্যাটার আনমলপ্রীত সিং। তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। দল পাননি ইয়াশ ধুলও। গত বছরও তাকে ৫০ লাখ ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে টানা তিন আসর খেলেছেন তিনি। এবার ৩০ লাখ ভিত্তিমূল্যেও তাকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি।  এছাড়া ৩০ লাখ ভিত্তিমূল্যের ভারতীয় অলরাউন্ডার উতকার্শ সিং, উইকেটরক্ষক ব্যাটার উপেন্দ্র যাদব ও লুভনিথ সিসোদিয়াও দল পাননি। এর মধ্যে উতকার্শ ২০২১ সালে পাঞ্জাবে সুযোগ পেয়েছিলেন। উপেন্দ্র ও লুভনিথে এখন পর্যন্ত আইপিএলে নাম লেখাতে পারেননি। তবে অবিক্রীতদের দ্বিতীয় দিনেও দল পাওয়ার একটা সুযোগ থাকবে।
 
এদিন নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে বিক্রি হয়ে ইতিহাস গড়েছেন রিশাভ পন্ত। তাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তাকে টেনেছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি দাম পেয়েছিল মিচেল স্টার্ক। গত বছর এ দামে অজি পেসারকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স।
 
নিলামের দ্বিতীয় দিনে থাকবে ৪৯৩ জন ক্রিকেটার। যে তালিকায় আছে বাংলাদেশের ১২ জন। প্রথম দিনে টাইগারদের কাউকে দর কষাকষির জন্য তোলা হয়নি।

এই নিলামে শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকেনি ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্থ। 

ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।

আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। প্রথম দিন তোলা হয় মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *