আইপিএল নিলাম চলাকালে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন সঞ্চালক!
Share Now..
দ্বিতীয় রাউন্ডের নিলাম চলছিল তখন। টেবিলে শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে টানাটানি চলছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে।
এর মধ্যেই অপ্রত্যাশিতভাবে ঘটে গেলো এক ঘটনা। অজ্ঞান হয়ে চেয়ার থেকে পড়ে গেছেন হিউ এডমিডস। মুহূর্তেই সব কার্যক্রম থমকে যায়।
এখন পর্যন্ত ২০ জন ক্রিকেটার বিক্রি হয়েছে। আর অবিক্রিত থেকে গেছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, বাংলাদেশের কিংবদন্তী অলরাউন্ডার সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলান ও ভারতের সুরেশ রায়না।