আইপিএল শুরু আজ, ২ দলের সম্ভাব্য একাদশ

Share Now..

আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

আগের আট দলের সঙ্গে নতুন দুটি দল গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মিলে দশ দল অংশ নিচ্ছে এবারের আসরে। দুটি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে আছে- মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আর গ্রুপ-বি তে আছে- চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি),

পাঞ্জাব সুপার কিংস, গুজরাট টাইটান্স।

কলকাতার সম্ভাব্য একাদশ

ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব/রমেশ কুমার, বরুণ চক্রবর্তী

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, দেভ কনওয়ে, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্রাভো, ক্রিস জর্ডন, অ্যাডাম মিলনে, রাজবর্ধন হাঙ্গারগেকর।

One thought on “আইপিএল শুরু আজ, ২ দলের সম্ভাব্য একাদশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *