আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর আজম
Share Now..
বিগত ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংকে হারিয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম।
গত বছর মাত্র ৬টি ওয়ানডে খেলেছেন বাবর আজম। এতে ৬৭.৫০ গড়ে রান করেছেন ৪০৫। সঙ্গে দুটি সেঞ্চুরিও রয়েছে। যা পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছে।
এর বাইরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবর আজম। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তারই স্বদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।