আইসিসির বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেলেন যারা
বিগত ২০২১ সালের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই ধারাবাহিকতায় এবার বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করা হয়েছে। এই দলের অধিনায়ক হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
দলটিতে সর্বোচ্চ ৩ জন করে সুযোগ পেয়েছেন পাকিস্তান ও ভারতের। পাকিস্তান থেকে আছেন ফাওয়াদ আলম, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি। ভারত থেকে রোহিত শর্মা, রিশাভ পান্ট ও রবিচন্দ্র অশ্বিন। উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন পান্ট।
এছাড়া অস্ট্রেলিয়া থেকে মার্নাস লাবুশেনে, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও ইংল্যান্ডের জো রুট।
এক নজরে আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ
দিমুথ করুনারত্নে, রোহিত শর্মা, মার্নাস লাবুশেনে, জো রুট, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফাওয়াদ আলম, রিশাভ পান্ট (উইকেটকিপার), রবিচন্দ্র অশ্বিন, কাইল জেমিসন, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।