আইসিসির সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার মাকসুদ ও আন্দ্রেয়া
Share Now..
বিগত ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে আইসিসি। সেই ধারাবাহিকতায় এবার সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
পুরুষ ক্যাটাগরিতে সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। তিনি গত বছর ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এতে ৩১.৬০ গড়ে রান করেছেন ৩১৬ এবং বল হাতে উইকেটশিকার করেছেন ২১টি।
নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন অস্ট্রিয়ার আন্দ্রেয়া-মাই জেপেদা। তিনি ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ৩৬১। ৫১.৫৭ গড় এবং ১০২.৫৫ স্ট্রাইক রেটের পাশাপাশি রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশত রানের ইনিংস।