আওয়ামীলীগ নেতার ছেলের নামে পর্ণোগ্রাফি মামলা \ ৮ দিনেও গ্রেফতার হয়নি

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ ইউ পি চোয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এ এম জাকারিয়া আলমের ছেলে আদিত্য আকমলের নামে দর্শনা থানায় পর্ণোগ্রাফি মামলা দায়ের হলেও গত ৮ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে উপজেলা এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। থানা পুলিশ বলছে আসামী পলাতক রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সেকেন্দার আলি জানান, উপজেলার দর্শনা পৌরসভার থানা পাড়ার জনৈক ব্যক্তির একাদশ শ্রেণীর কলেজ পড়ুয়া মেয়ে (১৬) কলেজে যাওয়ার পথে প্রায় সময় ওই আওয়ামী লীগ নেতার ছেলে আদিত্য আকমল তাকে উত্যাক্ত সহ মোবাইলে ছবি তুলে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার কথা বলে কু প্রস্তাব দিত। পরে মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলে দেয় ওই সময় মেয়েটির বাবা গত ১০ অক্টোবর দর্শনা থানায় পর্ণোগ্রাফি আইনের ২০০৮ এর ১,২,৩ ধরায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৯। মেয়েটির বাবা জানান গত ৮ দিনেও আসামী আটক না হওয়ায় বেশ আতংকে আছি। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে কলেজে বা প্রাইভেট পড়তে যেতে দিতে ভয় পাচ্ছেন তারা। দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান মামলা নিয়মিত হওয়ার পর আসামী আটকের জোর প্রচেষ্টা চলছে, ছাড় পাওয়ার সুযোগ নেই।

One thought on “আওয়ামীলীগ নেতার ছেলের নামে পর্ণোগ্রাফি মামলা \ ৮ দিনেও গ্রেফতার হয়নি

  • October 18, 2024 at 7:29 am
    Permalink

    I was suggested this web site by my cousin Im not sure whether this post is written by him as no one else know such detailed about my trouble You are incredible Thanks

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *