আওয়ামীলীগ সরকারের ১৫ বছরে চুয়াডাঙ্গায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। উত্তরে কুষ্টিয়া জেলা পশ্চিমে মেহেরপুর জেলা পূর্বে ঝিনাইদহ ও দক্ষিনে যশোর জেলা অবস্থিত। বাংলাদেশের সর্ব দক্ষিন-পশ্চিমাঞ্চলের ভারতীয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার এ জেলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দেশ স্বাধীনে। এ জেলার সংসদীয় দুটি আসনে নারী পুরুষ ও শিশু মিলে মোট জনসংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা এই চারটি উপজেলা নিয়ে গঠিত জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ৮ লাখ ৫২ হাজার ৭৫৭ জন। বর্তমান আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের সফল পরিচালনায় এ জেলার সাধারণ মানুষ বিভিন্ন উন্নয়নের সাক্ষী হয়েছে আজ। বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হওয়ার কারনে কৃষিপন্য দ্রæত বাজারজাত করার মাধ্যমে কৃষিভিত্তিক এ জেলার কৃষকের ভাগ্য বদলে গেছে এখন । এছাড়াও বর্তমান সরকার চুয়াডাঙ্গা জেলায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মান, স্বাস্থ্যখাত উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও অবকাঠামো উন্নয়ন সহ, রাস্তাঘাট ব্রীজ কালভার্ট ফায়ার সার্ভিস স্টেশন ও মডেল মসজিদ নির্মান করে জেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। চুয়াডাঙ্গা সংসদীয় দুটি আসনের চুয়াডাঙ্গা ১ আসনে ১৫ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি জানান, উন্নয়নের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন এগিয়ে গেছে। এজন্য উপকারভোগী এ জেলার সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে ভোট দিবে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর জানান, ১৫ বছরের ক্ষমতায় থাকাকালে গৃহহীন হাজারো হতদদ্রি পরিবারের সাধারণ মানুষ সরকারের উপহার দেওয়া ঘর পেয়ে আজ নতুন করে বাচাঁর স্বপ্ন দেখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে এই জনপদের চিত্রই পাল্টে যাবে। মানুষের জীবনমান সহজ হবে আরো। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন ও ভাগ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী সঞ্চয় ব্যাংক উপহার দিয়েছেন। গত ১৫ বছরে এই জেলার ৪০ হাজারের অধিক দরিদ্র পরিবার এখান থেকে বিনা জামানতে ক্ষুদ্রঋণ গ্রহন করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এখন স্বাবলম্বী। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার কয়েকশত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবণ নির্মাণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে জনগনের জীবনমান আরও সহজ করছেন। বিদ্যুৎ খাত উন্নয়নের মাধ্যমে জেলার কৃষিখাতে উৎপাদন বেড়েছে দ্বিগুন। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য সেবার খাত উন্নয়নের মাধ্যমে প্রতিনিয়ত রোগী সাধারণ বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিচ্ছেন। চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত ৩ টি সেতু এখন জেলার উন্নয়নের নতুন মাইলফলক। এছাড়াও সাড়ে ১১ কোটি টাকা ব্যায়ে আধুনিক মানের রেলওয়ে স্টেশন নির্মানের কাজ ও শহরে রেলগেটের রাস্তায় যানবহনের দীর্ঘ যানজট নিরোধের জন্য ৭৫ কোটি টাকা ব্যায়ে রেলওয়ে ওভারপাস নির্মানের কাজ শুরু অনেক আগেই। চুয়াডাঙ্গার সাথে ভারতীয় বৈদেশিক বাণিজ্য করার জন্য স্থল বন্দর বাস্তবায়ন করার লক্ষ্যে দর্শনায় স্থাপন করা হয়েছে লোড কন্ট্রোল স্টেশন। সরকারী অর্থায়নে এই লোড কন্ট্রোল স্টেশন নির্মানের দৃশ্যমান কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *