আকাশে মার্কিন সামরিক বিমানেই আফগান নারীর প্রসব যন্ত্রণা
মার্কিন সামরিক বিমানে ভ্রমণরত অবস্থায়ই সন্তান জন্মের প্রসব যন্ত্রণা ওঠে এক আফগান নারীর। তাকে মধ্যপ্রাচ্য থেকে জার্মানির র্যামস্টেইন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার (২২ আগস্ট) এক লাইভ প্রতিবেদনে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের তরফ থেকে এই সন্তান জন্মের খবর জানানো হয়। জানা গেছে, তিনি জটিলতা অনুভব করতে শুরু করার পর, বিমান কমান্ডার বিমানের বায়ুচাপ বাড়ানোর জন্য কম উচ্চতায় নামার সিদ্ধান্ত নেন। এটা মায়ের জীবনকে স্থিতিশীল করতে এবং বাঁচাতে সাহায্য করেছে। বিমানটি অবতরণ করার পর মার্কিন সামরিক চিকিৎসকরা এসে শিশুটিকে প্রসব করেন।এদিকে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরের ভিড়ে আরো সাতজন মারা গেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক লাইভ প্রতিবেদনে রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে বিবিসি। তালেবান জঙ্গিরা বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট পরিচালনা করছে এবং ভ্রমণের কাগজপত্র ছাড়া আফগানদের প্রবেশে বাধা দিচ্ছে।