আগামী বিপিএলে থাকতে চায় না কুমিল্লা ভিক্টোরিয়ান্স!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয়বার অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হয়েও হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। কিছু বিষয় সমাধান না হলে আগামী বিপিএলে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন তিনি।
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো বিপিএলে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। বিপিএলে অংশগ্রহণ করা দলগুলো বিসিবির আয়ের ভাগ পায় না। ফলে দলগুলোকে নির্ভর করতে হয় স্পন্সরের ওপর। বিসিবির কোনো বাণিজ্যিক মডেল না থাকায় আগামী বছর বিপিএলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন নাফিসা কামাল।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী বলেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে।’
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো রাজস্ব ভাগাভাগির কাঠামো তৈরিতে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই প্রসঙ্গে নাফিসা কামাল আরও বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হবো। বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হোক, কাঠামোটা তৈরি করুক।’