আগামী সপ্তাহে বৈঠক বসছেন শি-পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিং আগামী সপ্তাহে উজবেকিস্তানে এক বৈঠকে বসবেন। সেখানে আঞ্চলিক শীর্ষ সম্মেলনকালে উভয়ের এ সাক্ষাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। একজন রুশ কুটনীতিকের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ছে রাশিয়ান সংবাদ মাধ্যম তাস।চীনে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ রুশ সংস্থাসমূহকে জানান, ১০ দিনেরও কম সময়ের মধ্যে আমাদের নেতৃবৃন্দ সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(এসসিও) শীর্ষ সম্মেলনে সাক্ষাত করবেন। করোনা মহামারি শুরুর পর এটি চীনা নেতার প্রথম বিদেশ সফর।
রুশ বার্তা সংস্থাকে চীনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের মুখপাত্র আন্দ্রে দেনিসোভ বলেন, ১০ দিনেরও কম সময়ের মধ্যে সমরকন্দে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন সামিটে আমাদের নেতাদের বৈঠক হবে।
এই সম্মেলন ছাড়াও আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে অংশ নিতে পারেন পুতিন ও জিনপিং। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।
মানবাধিকার ও বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন পশ্চিমা বিশ্বের।
Gear up for an action-packed gaming experience! Lucky Cola