আজও রয়েছে বিয়ের পার্টি, তারকা নয় কাদের ডাকলেন আম্বানিরা

Share Now..

রাজকীয় এক বিয়ে দেখলো বিশ্ববাসী। বর্তমানে একটাই চর্চা ভারতের আম্বানি পুত্রের বিয়ে। নামিদামি সব অতিথির আগমনে ১২ জুলাই গাঁটছড়া বাঁধার পর ১৩ তারিখ ছিল অনন্ত-রাধিকার আশীর্বাদের অনুষ্ঠান, তারপর ১৪ তারিখ হয় প্রীতিভোজ বা রিসেপশন। আজও রয়েছে তাদের বিয়ের পার্টি যেখানে দাওয়াতের তালিকায় আম্বানিরা রাখেননি কোনো তারকাদের নাম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছেলের বিয়ের জমকালো আয়োজনে আম্বানিরা তাদের কর্মীদের ভুলে যাননি। ১৫ জুন তাদের নিয়ে হবে পার্টি।

হাউসকিপিং, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, সচিবালয় এবং অপারেশন টিমের লোকজন যারা অ্যান্টিলিয়া, সি উইন্ড, করুণা সিন্ধু-সহ বিভিন্ন আম্বানি বাসভবনে কাজ করেন তাদের নিয়েই হবে এই বিশেষ পার্টি।

কর্মীদের পরিবার-সহ এক হাজারেরও বেশি অতিথি এই বিশেষ পার্টিতে যোগ দেবেন। তাদের কঠোর পরিশ্রম ছাড়া অনন্ত-রাধিকার বিয়ে এত সুন্দর করে আয়োজন করা যেত না, সেই কথা মাথায় রেখে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে জানাতেই এই পার্টির অয়োজন করা হয়েছে।

শুধু তাই নয়, অনন্ত-রাধিকার বিয়ে থেকে রিসেপশনের রেড কার্পেটে যে সমস্ত ফটোগ্রাফাররা উপস্থিত ছিলেন তাদের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন নীতা আম্বানি। 

এই পুরো অনুষ্ঠান চলাকালীন তাদেরও অনেক পরিশ্রম হয়েছে, এবং তারা যে ভাবে পাশে থেকেছেন তার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন বরের মা।

এই বিশেষ পার্টিতে গণমাধ্যম জগতের অনেকেই উপস্থিত থাকবেন। স্বয়ং নীতা আম্বানি ১৫ জুলাইয়ের এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে ফটোগ্রাফারদের তাদের পরিবার-সহ আমন্ত্রণ জানিয়েছেন। 

এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাদের দুটি প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *