আজীবন সম্মাননা পেলেন বিশ্বকাপজয়ী স্কালোনি

Share Now..

দীর্ঘ দিন ধরে শিরোপা খরায় ছিল আর্জেন্টিনা। তবে দলের প্রধান কচের দায়িত্ব নিয়েই চমক দেখান লিওনেল স্কালোনি। একে একে আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ। অল্প সময়ে স্মরণীয় সব অর্জনের পর এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড আজীবনের সম্মাননা দিয়েছে স্কালোনিকে।

দুবাইয়ের দ্য আটলান্টিসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংস্থাটি এই পদক দিয়েছে। যেখানে ফিফা, উয়েফা, ইসিএ এবং প্রধান ক্লাবগুলোর তারকা ফুটবলার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২০২১ সাল থেকে আর্জেন্টিনার হয়ে বেশ কয়েকটি অর্জনের জন্য স্কালোনিকে দেওয়া হয় আজীবন সম্মাননা পদক।

আজীবন সম্মাননা আর্জেন্টিনার মানুষদের উৎসর্গ করে স্কালোনি বলেন, ‘সত্যি কথা বলতে আমরা যা পেয়েছি সেটা অনেকটা সিনেমার মতো। আমি এই পদক সকল আর্জেন্টাইনকে উৎসর্গ করছি, বিশেষ করে আমার কোচিং স্টাফ— পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা, মাতিয়াস মান্না, মার্টিন তোকাল্লি, লুইস মার্টিন ও রদ্রিগো ব্যারিওসকে। তারা আমার এই অবিশ্বাস্য অর্জনে অনেক সাহায্য করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *