আজ ঢাকার রাতে গান শোনাবেন অনুপম রায়

Share Now..


কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় আজ (বৃহস্পতিবার) রাতে ঢাকায় ‘ম্যাজিকেল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।বুধবার (৫ জুলাই) দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়। পরে রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

এ সময় অনুপম রায় সাংবাদিকদের জানান, বাংলার মাটিতে পা রাখতে পেরে গর্বিত এ গায়ক। তিনি আরও বলেন, ‘এ দেশের সংস্কৃতি আমাদের ভেতরে আছে। যতবার আহ্বান পাই ততবারই ভাবি আরও একবার সুযোগ পাই এই মাটিতে পা রাখার। এখানের শহরগুলোতে একটু হেঁটে বেড়াবার।’

অনুপম রায় আরও বলেন, বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে পারা তার জন্য সব সময়ের আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগু‌লোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

জানা যায়, আজ বিকেল ৫টার দিক‌ে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।আজ ঢাকার রাতে গান শোনাবেন অনুপম রায়
কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় আজ (বৃহস্পতিবার) রাতে ঢাকায় ‘ম্যাজিকেল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।বুধবার (৫ জুলাই) দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়। পরে রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

এ সময় অনুপম রায় সাংবাদিকদের জানান, বাংলার মাটিতে পা রাখতে পেরে গর্বিত এ গায়ক। তিনি আরও বলেন, ‘এ দেশের সংস্কৃতি আমাদের ভেতরে আছে। যতবার আহ্বান পাই ততবারই ভাবি আরও একবার সুযোগ পাই এই মাটিতে পা রাখার। এখানের শহরগুলোতে একটু হেঁটে বেড়াবার।’

অনুপম রায় আরও বলেন, বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে পারা তার জন্য সব সময়ের আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগু‌লোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

জানা যায়, আজ বিকেল ৫টার দিক‌ে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।

249 thoughts on “আজ ঢাকার রাতে গান শোনাবেন অনুপম রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *