আজ থেকে চ্যাম্পিয়নস লিগ শুরু

Share Now..

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ। প্রথম দিনই মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, চেলসি, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড।

এর মধ্যে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় সুইস ক্লাব ইয়ং বয়েজের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য, তিনি পুরো ম্যাচ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। খেলাটি হবে ইয়ং বয়েজের মাঠে। একই সময়ে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব সেভিলা।

দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্সের লিলে এএফসি ও জার্মান ক্লাব উলফসবার্গ এবং স্প্যানিশ ক্লাব ভিলারিয়াল ও ইতালিয়ান ক্লাব আটলান্টা। একই সময়ে জেনিতের বিপক্ষে মাঠে নামবে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি এবং মালমোর বিপক্ষে খেলবে জুভেন্টাস।

ঠিক একই সময়ে ক্যাম্প ন্যু’তে দিনের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। রাত ১টায় অপর ম্যাচে খেলবে ডায়নামো কিয়েভ ও বেনিফিকা। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময়ানুযায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *