আজ দেশে ফিরছে নারী দল
Share Now..
জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে আজ (১ ডিসেম্বর) দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সকাল পৌনে ৯টায় ওমানের মাস্কাট থেকে ঢাকায় এসে পৌঁছাবে বাংলাদেশের মেয়েরা। গতকাল বিসিবির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
দেশে ফিরে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে। জানা গেছে, অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকবেন নারী ক্রিকেটাররা।
আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে বাতিল হয়ে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। টুর্নামেন্ট বাতিল হলেও বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আফ্রিকা থেকে ফিরছে বলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে পুরো দলকে।