আজ যেসব স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা
কয়েক দিনের মৃদু দাবদাহের পর রবিবার (২৭ মার্চ) রাতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় হয়ে গেলো বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সোমবার (২৮ মার্চ) ও আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য সব অঞ্চলে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, এই সময়ে টানা বৃষ্টি হওয়ার তেমন সুযোগ থাকে না। তবে বৃষ্টি হলে নির্দিষ্ট কিছু এলাকাতেই হবে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
Victory is just a respawn away Play hard Lucky Cola